২৪ ঘণ্টায় হাসপাতালে ৭০ জন ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৭০ জন সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই ৭০ জনসহ এ বছর ৭৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩২ জন ঢাকার বাইরের। ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু রোগী ভর্তি আছেন ২০৯ জন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন মাত্র এক জন।
জুলাই মাসের প্রথম ১২ দিনেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪২৫ জনের। এর বাইরে গত জুন মাসে ২৭১ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়বার প্রবণতা দেখা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে।