২৪ ঘণ্টায় ৭০০ কল পেল জিয়াউর রহমান ফাউন্ডেশন

২৪ ঘণ্টায় ৭০০ কল পেল জিয়াউর রহমান ফাউন্ডেশন

করোনাভাইরাস বিষয়ে পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) চালু করা হটলাইনে ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

শনিবার জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার  জানান, শুক্রবার রাত থেকে হটলাইন নম্বর চালুর পর গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় সাত শ ফোন এসেছে।

ডোনার বলেন, হটলাইনে ২৫টি মোবাইল নম্বর রয়েছে। এ মোবাইলগুলো সাধারণ চিকিৎসকদের। সাধারণ চিকিৎসকরা রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত ফোনে পরামর্শ দেবেন। এর বাইরে ৬০জন বিশেষজ্ঞা ডাক্তার রয়েছেন। সাধারণ চিকিৎসকরা প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নম্বর সরবরাহ করবেন যারা হটলাইনে ফোন করবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ফোনে চিকিৎসা সহায়তা দেবেন।

তিনি বলেন, এখন সবচেয়ে বড় সমস্যা ডাক্তাররা চেম্বারে বসছেন না। রাস্তায় বের হলে যানবাহন নেই। তাই এ অবস্থায় অসুস্থ কেউ যাতে চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত না হয় সে জন্য এই উদ্যোগ। পর্যায়ক্রমে বাসায় ওষুধ পৌঁছে দেওয়া যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

জেডআরএফ হটলাইন যোগাযোগের ফোন নম্বরসমূহ : ০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৯৬০৮০৪০৪৩, ০১৯২৩৪২৪৪৪৪, ০১৩১২২৭৮৬০৭, ০১৭৪২১২১০১১, ০১৭৫৩১০৪৪২৪, ০১৮১৮৯৯১৬৬৬, ০১৭০৩২৩০১৬৬, ০১৩০৩০৭৯৩৯৪, ০১৭৫২৬৯৮২৮৫, ০১৫২১১০৪৭৮১।