২৪ ঘন্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে প্রায় ৩০০ রোগী ভর্তি

২৪ ঘন্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে প্রায় ৩০০ রোগী ভর্তি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছেই।

গতকাল রোববার ওয়ার্ডে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন ছিল। করোনা ওয়ার্ডে শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৮জ রোগী মৃত্যু হয়েছে। এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ৬২ দশমিক ২৩ ভাগ। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত শনিবার মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৮৪ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৯জন রোগী। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে ৫১ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে কারোনা ওয়ার্ডে ৮জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সর্বাধিক ২৯৮ জন রোগী। যার মধ্যে ৬৮ জনের করোনা পজেটিভ। করোনা ওয়ার্ডে শয্যা রয়েছে ৩০০টি।

 গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত মোট ৮২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২৯ জনের করোনা ছিলো পজেটিভ। 

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। শনাক্তের হার ৬২ দশমিক ২৩ ভাগ। এর আগের দিন পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ৬৫ দশমিক ৮২ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে করোনা শনাক্ত হয়েছিলো রেকর্ড ৭৩ দশমিক ৯৩ ভাগ।