২৭টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার

আত্মসমর্পনকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
গত শুক্রবার র্যাব এর ডিজি’র পক্ষ হতে বরিশাল র্যাব-৮ এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদ-উল-আয্হা উপলক্ষ্যে এ উপহার তুলে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ সদর দপ্তর থেকে শুক্রবার (২৪ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আত্মসমর্পনকারী এসব জলদস্যুদের মাঝে বাগেরহাট সদরে ৫৭ জনকে ঈদ উপহার প্রদান করা হয়। এসময় র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম-বিপিএম এবং অপস্ অফিসার (সিনিয়র এএসপি) মুকুর চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া বাগেরহাট জেলার মংলায় ১৩০ জনকে ঈদ উপহার প্রদান করেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্কোয়াড কমান্ডার (সিনিয়র এএসপি) মোঃ ইফতেখারুজ্জমান। খুলনা ৩৫ জনকে ঈদ উপহার প্রদান করেন র্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মোঃ আদনান মুস্তাফিজ। সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬২ জনকে ঈদ উপহার প্রদান করেন র্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান। ভবিষ্যতেও র্যাব-৮ এর এ ধরণের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এখন শান্তির সুবাতাস বইছে সুন্দরবনে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
এছাড়া র্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।