২৮ জেলায় নিপাহ ভাইরাস,হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

২৮ জেলায় নিপাহ ভাইরাস,হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

বর্তমানে দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ায় রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোডিড-১১ হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. দাউদ আদনান স্বাক্ষরিত এক চিঠিতে ডিএনসিসি ডেডিকেটেড কোডিড-১১ হাসপাতালের পরিচালককে নিপাহ ভাইরাসের চিকিৎসায় ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান জানান, রোগীর চিকিৎসায় আমরা প্রস্তুত আছি। এই মুহূর্তে ১৫টি আইসিইউ বেড ও ১০টি সাধারণ বেড প্রস্তুত রাখা আছে।

এর আগে গত সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে অধিদপ্তর থেকে জানানো হয়, দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের প্রতিটি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।