৩ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছেন ১৭ জেলে

৩ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছেন ১৭ জেলে

গভীর সমুদ্রে ট্রলার বিকল হওয়ায় ট্রলারে থাকা ১৭ জেলে তিন দিন ধরে সাগরে ভাসছেন। বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ‘এফবি তিন বোন’ নামের ট্রলারটি মাছ ধরা অবস্থায় বিকল হয়ে যায়।

 রোববার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ওই তথ্য নিশ্চিত করেছে।

ওই বিকল হওয়া ট্রলারের মালিক মো. হেমায়েত মল্লিক। তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেছেন, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তিন দিন আগে এফবি তিন বোন নামের একটি মাছ ধরার ট্রলার বিকল হয়। ১৭ জন জেলেসহ ট্রলারটি সাগরে ভাসছে। আমরা জেলেদের কাছ থেকে জানতে পেরে রোববার সকালে ট্রলারটি উদ্ধারের জন্য এফবি হাজেরা নামের আরেকটি ট্রলারসহ ২০ জেলেকে পাঠানো হয়েছে।

পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানিয়েছেন, ঘটনাস্থল কোস্ট গার্ডের পশ্চিম জোনের আওতায়। পশ্চিম জোনকে বিষয়টি জানানো হয়েছে।