৩০ সামরিক যান ইউক্রেনকে দেবে স্লোভাকিয়া

৩০ সামরিক যান ইউক্রেনকে দেবে স্লোভাকিয়া

ইউক্রেনকে ৩০টি বিভিপি-১ সামরিক ট্রাক দেওয়ার ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ নাড বলেছেন, একই সঙ্গে তারা জার্মানি থেকে ১৫টি লিওপার্ড ট্যাংক পাবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করলে প্রাথমিকভাবে কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে অস্বীকৃতি জানায় জার্মানি। তবে পরে অবস্থান বদলায় দেশটি। এমনকি নিজস্ব কিছু অস্ত্রও ইউক্রেনে পাঠায় জার্মানি।

মঙ্গলবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় জার্মান প্রতিরক্ষামন্ত্রী বেনেডিক্টট জিমারের সঙ্গে বৈঠকের পর স্লোভাক প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ নাড বলেন, ‘আমি খুব আনন্দিত যে স্লোভাকিয়া ৩০টি বিভিপি-১ যান অনুদান দিতে এবং জার্মানি থেকে ১৫টি লিওপার্ড ২ এ৪ ট্যাংক পেতে সক্ষম হবে’।

স্লোভাক প্রতিরক্ষামন্ত্রী জানান, চুক্তির আওতায় গোলাবারুদ, যন্ত্রাংশ এবং জটিল প্রশিক্ষণও পাওয়া যাবে।

ইউক্রেনকে ইতোমধ্যে একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে স্লোভাকিয়া। এছাড়াও ইউক্রেনকে এমআই- সিরিজের হেলিকপ্টার, স্বচালিত হাওইটজার এবং মাল্টিপল রকেট লঞ্চারও দিয়েছে দেশটি।

ব্রাতিসলাভা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা ইউক্রেনকে সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমানও দিতে পারে।


সূত্র: রয়টার্স