৪ বছর পর ঈদে মুক্তি ‘জ্বীন’

৪ বছর পর ঈদে মুক্তি ‘জ্বীন’

আলোর মুখ দেখতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন’। ২০১৯ এ শুটিং শেষের পর মুক্তির তারিখ চূড়ান্ত করেও কয়েক দফায় তা পিছিয়ে যায়। ছবিটি আদৌ মুক্তি পাবে কি না এ নিয়ে নানা সংশয় ছিল।

এবার জানা গেল। আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এমনটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বিচারে একদম আলাদা ধাঁচের সিনেমা হতে যাচ্ছে ‘জ্বীন’, এমনটাই জানিয়েছিলেন ছবির পরিচালক নাদের চৌধুরী। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও পূজা চেরি, অন্যদিকে জিয়াউল রোশানের সঙ্গে পর্দায় জুটি হয়ে হাজির হবেন মুন।

সজল জানিয়েছেন, ছবিটার কাজ করেছি অনেক দিন হয়েছে। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শুনে খুব ভালো লাগছে। এই ছবিটা করতে গিয়ে আমি এক অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এক কথায় বলবো, খুবই ভালো লেগেছে। এখানে আমার সাথে আছে পূজা। আমি খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে।