৪২ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষককে পেয়ে আবেগ আপ্লুত সচিব

নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৪২ বছর পর শিক্ষা সচিব মো: মাহবুব হোসেন তার প্রধান শিক্ষককে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। কোন কিছুতে তিনি তার শৈশবের স্মৃতি ভুলতে পারছেন না। শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন তার শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আবেগঘন পরিবেশ সৃস্টি হয়। শতশত শিক্ষার্থী অভিভাবক স্থানীয়রা সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিতউপস্থিত ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, জেলা প্রশাসক হাবিবুর রহমান, শিক্ষা নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান, বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন ও সচিবের শিক্ষক অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আলমসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষকাবৃন্দ
জানা যায়, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় রোববার সকাল ১১ টায় উপস্থিত হন। এ সময় তাঁকে শত শত শিক্ষার্থী অভিভাবকরা শিক্ষা সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। শিক্ষা সচিব শনিবার বিকালে সরকারি সফরে বরগুনা আসেন। তিনি ১৯৭৭ সালে ওই বিদ্যালয় তিনি নবম শ্রেণি ভর্তি হয়ে ১৯৭৯ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করেন। ওই সময় তাঁর বাবা ফুলঝুড়ি গোডাউনের ওসিএলএসডি পদে চাকরী করতেন। তাঁর গ্রামের বাড়ী বরিশাল মুলাদি। রোববার সকালে সচিব তাঁর প্রিয় প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো: নজরুল হামিদকে ফোন করে বরগুনা সার্কিট হাউজে চায়ের দাওয়াত দেয়। নজরুল হামিদ সার্কিট হাউজে পৌছা মাত্র সচিব চেয়ার থেকে উঠে পায়ে হাত দিয়ে সালাম করেন। শিক্ষক সচিবকে বুকে টেনে কান্না করে দেয়। তখন পরিবেশ ভারী হয়ে উঠে। ছাত্র শিক্ষক একত্র হয়ে ছুটে চলেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ফুলঝুড়িতে। দীর্ঘ আড়াই ঘন্টা প্রতিষ্ঠানে অবস্থান করেন সচিব। এ সময় সচিব তাঁর প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, স্যার আমি যখন প্রথম ক্লাশে আসি তখন আমার কি পোষাক ছিল। শিক্ষক বলেন, তুমি গ্রীন শার্ট ও সাদা প্যান্টে ছিলে। তখন সচিব আবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি তার স্যারকে বলেন, স্যার আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন তা আজও ভুলিনি। আপনার দেয়া শিক্ষা আজও বহন করে চলি। সচিব বলেন, আমি প্রানের টানে আমার প্রতিষ্ঠানে এসেছি। সময় পেলে আবারও আসব।
তিনি ফুলঝুড়ির বিদ্যালয় চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করে বলেন, এই বিদ্যালয়টি একাদশ কলেজ করা হবে। মাঠের বাউন্ডারী ও আধুনিক গেট করা হবে। এ ছাড়াও বিদ্যালয় উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা করা হবে।