৪৩ বারে সফল রোনালদো

কবি কালীপ্রসন্ন ঘোষ তার কবিতার লাইনে লিখেছিলেন, একবার না পারিলে দেখ শতবার। ক্রিশ্চিয়ানো রোনালদোর শতবার দরকার হয়নি, ৪৩তম বারের চেষ্টায় অবশেষে ফ্রি-কিক থেকে গোল পেলেন তিনি। শনিবার একই শহরের দল তুরিনোর বিপক্ষে ফ্রি-কিকে গোল পাওয়ার পর রোনালদো জানিয়েছেন, ‘আত্মবিশ্বাস ফিরে পেতে ফ্রি-কিক থেকে গোল পাওয়াটা দরকার ছিল।’ জুভেন্তাস ম্যাচটি জেতে ৪-১ ব্যবধানে।
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে নিজেকে ফ্রি-কিক স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলেছিলেন। রিয়াল মাদ্রিদে থাকতেও তা অব্যাহত ছিল। কিন্তু ২০১৮তে জুভেন্তাসে আসার পর থেকে ফ্রি-কিকে গোল করা ভুলে গিয়েছিলেন রোনালদো। তৃতীয় মিনিটে পাওলো দিবালা এবং ২৯ মিনিটে হুয়ান কুয়াদ্রাদো গোল করে এগিয়ে দেন জুভেন্তাসকে। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন তুরিনোর মারিও বোলাত্তি। ৬১ মিনিটে ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন সিআরসেভেন। ৮৭ মিনিটে তুরিনো ডিফেন্ডার কোফি জিজি আত্মঘাতী গোল করেন।
২০১৬-১৭ মৌসুমে রিয়ালের হয়ে মাত্র একটি গোল দিতে পেরেছিলেন রোনালদো ফ্রিকিক থেকে। দু’বছর একমাস আগে পর্তুগালের হয়ে ফি-কিকে গোল করেছিলেন। তারপর করলেন এই শনিবার। ২৫ গোল নিয়ে চলতি লিগে শীর্ষ গোলদাতা রোনালদো। ১৯৬১ সালের পর এই প্রথম সিরি ‘আ’তে জুভেন্তাসের কোনো খেলোয়াড় এক মৌসুমে ২৫ গোল পেলেন। ৫৯ বছর আগের কীর্তিটি আর্জেন্টাইন কিংবদন্তি ওমর সিভোরির।
এই জয়ে ৩০ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট শীর্ষে জুভেন্তাস। দ্বিতীয় স্থানের ল্যাৎসিও এসি মিলানের কাছে (৩-০ গোলে) হেরে যাওয়া ৭ পয়েন্টে এগিয়ে গেছে জুভরা। এসি মিলানের হয়ে গোল করেন হাকান, জøাতান ইব্রাহিমোভিচ এবং আন্তে রেবিচ। ৪৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে এসি মিলান।