৪৬১ জন অস্বচ্ছলদের বরিশাল সিটি কর্পোরেশনের অর্থ সহায়তা

৪৬১ জন অস্বচ্ছলদের বরিশাল সিটি কর্পোরেশনের অর্থ সহায়তা

পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে ৪৬১ জন অস্বচ্ছলদের  বরিশাল সিটি কর্পোরেশনের অর্থ সহায়তা প্রদান করে।বরিশালের অস্বচ্ছল নাগরিকদের সহায়তার অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ অসহায়দের মাঝে ৫৫ (পঞ্চান্ন) লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর)  পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে এ্যানেক্স ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আর্থিক সহায়তার পাশাপাশি শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কর্মক্ষম নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এই আর্থিক সহায়তায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রবিন আওয়ামী লীগের নেতা কর্মী, শিক্ষক সহ আর্থিকভাবে অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করা হয়। চিকিৎসা সহায়তা, সন্তানের পড়াশুনা, পারিবারিক অচ্ছলতা, প্রতিবন্ধীসহ অস্বচ্ছল নাগরিকদের সহায়তা করা হয়।

এসময় অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।