৭ দফা দাবিতে দোকান কর্মচারীদের বিক্ষোভ

বরিশালে দোকান কর্মচারীদের নিয়োগ পত্র, সার্ভিস বই প্রদানসহ ৭ দফা দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের আহবানে ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে দোকান কর্মচারীদের নিয়োগ পত্র, সার্ভিস বই, সপ্তাহে দেড় দিন ছুটি, চাল-ডাল সহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, ডিজেল-বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন বন্ধ, ন্যূনতম বেতন ২০ হাজার টাকাসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়।
মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাড. এ কে আজাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জাকির হোসেন, দর্জি শ্রমিক নেতা তুষার সেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, দোকান কর্মচারী নেতা আবুল বাশার আকন, দর্জি নেতা লিপিকা মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দোকান মালিকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সকল দোকান কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে সমাপ্ত হয়।