৭ দিনের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

৭ দিনের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

সিত্রাংয়ের প্রভাব কাটতে না কাটতে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। তবে বাংলাদেশে নয়। এবার ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, পূর্বাভাস অনুসারে শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ক্রমশ শক্তি বাড়িতে তা বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মান্দোস।

তারপর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ১১ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের কাছে ভূভাগে প্রবেশ করতে পারে ঝড়টি। এই ঝড়ের জেরে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার একাংশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে।