৮ বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন

৮ বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন

দীর্ঘ ৮ বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বরগুনার সিরাজ উদ্দিন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সম্মেলন উপলক্ষে সভাপতি সাধারণ সম্পাদক পদে ৬৫ জন প্রার্থী তাদের বায়োডাটা জমা দিয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচাৰ্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, শওকত হাসানুর রহমান রিমন, এমপি, এবং সুলতানা নাদিরা, এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বিদ‍্যুৎ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ‍্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক কে.এম. রাসেল, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার, সহ-সম্পাদক আশিক খান, সদস‍্য সাবিকুন্নাহার তামান্না।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন জানান, এ সম্মেলনে প্রার্থীতার আবেদনের জন্যে সভাপতি পদে ৩৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী হয়েছেন। 

প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত বুধবার (৬ জুলাই) বরগুনা জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের সংশ্লিষ্ট দপ্তর  বিষয়ক দায়িত্ব নিয়ে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জমা দেন। সম্মেলন উপলক্ষে অনেক আগে থেকেই নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।