৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এসিআইয়ের

৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এসিআইয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি ইপিএস হয়েছে ১৮.৪৫ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৭.৬৭ টাকায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।


ভোরের আলো/ভিঅ/১০/২০২০