‘আগামী মঙ্গলবার আমাকে গ্রেফতার করা হবে’

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মঙ্গলবার আমাকে গ্রেফতার করা হবে।’
শনিবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দিয়ে এ কথা বলেন।
২০১৬ সালে প্রসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেছেন।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্ন তারকা স্টোরমি ডানিয়েলকে ওই সময় ঘুষ দেওয়ার জন্য মার্কিন প্রসিকিউটররা ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছে। এই খবর পাওয়ার পরই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এই পোস্ট করেন।
সূত্র : ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট, খালিজ টাইমস