‘চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ইউএনওর ওপর হামলা চালিয়েছে’

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার দায় স্বীকার করেছেন তিনজন। চুরির উদ্দেশ্যে তারা ওই বাসায় ঢুকেছিলেন বলে র্যাব জানায়। শুক্রবার বিকেলে র্যাব-১৩ এর অপারেশন অফিসার আবু বক্কর সিদ্দিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তবে কারা দায় স্বীকার করেছে এবং এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানায়নি র্যাব। শুক্রবার সন্ধ্যা নাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত জানাবে।
র্যাব জানায়, আটককৃত আসাদুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চুরির উদ্দেশেই তারা এ হামলা চালিয়েছে।
তবে, র্যাব তাদের এ কথা এখনই বিশ্বাস করতে পারছে না। র্যাব বলছে, এ বিষয়ে আরো তদন্ত করার পরই মূল ঘটনা জানা যাবে। আসাদুল ও নবীরুল দু’জনই রঙ মিস্ত্রি।
এর আগে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তার ভাই মামলা দায়ের করেন।