‘নৌকার নির্বাচন না করলে ঘরে ঘুমানোর সুযোগ নাই’

‘নৌকার নির্বাচন না করলে ঘরে ঘুমানোর সুযোগ নাই’

মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেনের ৩৩ সেকেন্ডের একটি বক্তব্যতে বলেন, ‘আমাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে, আর এখানে যারা নৌকার বিরুদ্ধে করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। 

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌসসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাঁসিয়া এলাকায় আওয়ামী লীগের সভায় ওই বক্তব্য দেন।

তিনি আরো বলেন, ‘আগামী দুই একদিনের ভিতরে যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে ভালোভাবে থাকতে পারবেন। আর নয়তো কিন্তু ঘরে ঘুমানোর সুযোগ নাই। যারা অবিভাবক আছেন তাদের অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি এই নৌকা মার্কার ঐতিহ্য রক্ষার্থে, শেখ হাসিনার ঐতিহ্য রক্ষার্থে, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌ প্রতীকে ভোট দিতে হবে।’

ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের ২৭ সেকেন্ডের আরো একটি বক্তব্য দেওয়ার ভিডিও তে ওনাকে বলতে শোনা যায়,"আপনারা জানেন কোনো এম.পি এলাকায় যাইতে পারে না, নির্বাচনের সময়। আমার এম.পি, আমাদের এম.পি, আপনাদের এম.পি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান গোলাপ ভাই আগামী কাল কালকিনিতে আসবেন, প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন।  এবং তিনি এই নির্বাচন সম্পূর্ণভাবে নিজে পরিচালনা করবেন। আমরা আপনারা সবাই তাকে সহযোগিতা করবো।"
২ নেতার এমন বক্তব্যতে ভোটাররা ও অন্যান্য প্রার্থীরা সুষ্ঠু নিরপেক্ষ  নির্বাচন নিয়ে শংকায় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলে, যদি নির্বাচনের আগেই এমন হুমকি দেওয়া কথা বলা হয়, তাহলে নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, এমন হলে ভোট দিতেই যাবো না।

জানতে চাইলে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন বলেন আমি কাউকে হুমকি দেই নি, বরং আমি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চেয়েছি।