“বাসা”র উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে সুরক্ষা সামগ্রী বিতরণ

“বাসা”র উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে সুরক্ষা সামগ্রী বিতরণ

বরগুনার আমতলীতে বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (বাসা)’র উদ্যোগে আইপাস বাংলাদেশ এর সহযোগিতায় ইউকেএইড এর অর্থায়নে উপজেলার ৩১টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে মহামারী করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 
১টি ২০ লিটার বালতি, ১টি মগ, ১টি করে হ্যান্ড সানিটাইজার, ২ জোড়া হ্যান্ড গেøাবস, ২টি ফেস মাকস্, ১টি করে সাবান, বিøচিং পাউডার বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসক ডাঃ শংকর প্রসাদ অধিকারী উপজেলার ৩১জন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে সুরক্ষা জন্য প্রতিজনকে ১টি ২০ লিটার বালতি, ১টি মগ, ১টি করে হ্যান্ড সানিটাইজার, ২জোড়া হ্যান্ড গেøাবস, ২টি ফেস মাকস, ১টি  সাবান ও বিøচিং পাউডার বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন হেলথ ইনচার্জ মোঃ নুরুল আমিন টিপু, বেসরকারী সংস্থা “বাসা” প্রজেক্ট ফ্যাসিলিলেটর শাহনাজ পারভীন প্রমূখ। 

প্রজেক্ট ফ্যাসিলিলেটর শাহনাজ পারভীন বলেন, কমিউনিটি ক্লিনিকে সেবার জন্য আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে যাতে চিকিৎসা দেয়া হয় তার জন্য প্রতিটি ক্লিনিকের সিএইচসিপিদের এসব সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে ।