অশনির প্রভাবে বরগুনায় বৃষ্টি-বাতাস

অশনির প্রভাবে বরগুনায় বৃষ্টি-বাতাস

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরগুনায় আজ সকাল থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বইছে দমকা আর শীতল বাতাস। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে।

বৃষ্টির পানিতে বরগুনা, আমতলী, বেতাগী ও পাথরঘাটা পৌর শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও বেড়িবাঁধের বাহিরে অবস্থিত বাসিন্দারা রয়েছেন জোয়ারের পানি বৃদ্ধির শঙ্কায়।

সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশখালী আর বুড়ীশ্বর নদীর পানি বিপদসীমার চেয়ে ৮৫ সেন্টিমিটার নিচে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্র।

জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বরগুনার পুরাঘাটা-আমতলী, বরগুনার বড়ইতলা-বাইনচটকি ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে বুড়ীশ্বর নদীতে পুরঘাটা- আমতলী, চালিতাতলী-বগী, বিশখালী নদীতে বড়ইতলা-বাইনচটকি, নিশানবাড়ীয়া-পাথরঘাটা, ফুলঝুড়ি-রামনা, বদনীখালী-বামনা, বেতাগী-কচুয়া খেয়া পারাপার চলছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এস এম বদরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৃষ্টি এক-দুই দিন থাকলেও ফসলের ক্ষতির সম্ভাবনা নেই। মুগ ডাল ৮০ ভাগ উত্তোলন হয়েছে। তরমুজ আর সূর্যমুখী ক্ষেতে নেই। ক্ষেতে যে ফসল আছে বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন তিনি।