ভারতে যাওয়া নিয়ে পাকিস্তানের নতুন শর্ত

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে তারাও অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে যাবে না। প্রথমে এই ছিল পাকিস্তানের অবস্থান। পরবর্তীতে এশিয়া কাপে ভারতের ম্যাচ পাকিস্তানের বাইরে কোথাও আয়োজন নিয়ে আলোচনা হয়। পাকিস্তান এবার নতুন শর্ত দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে।
পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে তারা, যদি ভারত লিখিত অঙ্গীকার দেয় যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে তারা।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, পিসিবি প্রধান নাজাম শেঠিকে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। রবিবার দুবাই যাবেন নাজাম। সেখানে এসিসি ও আইসিসির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই পাকিস্তান বোর্ড জানিয়ে দেবে, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়ার লিখিত প্রতিশ্রুতি না পেলে বিশ্বকাপ খেলতে যাবে না তারা।