অসাধু ব্যক্তির প্রতারণায় বরিশাল সিটি করপোরেশন জনগনকে সতর্ক হওয়ার আহবান

অসাধু ব্যক্তির প্রতারণায় বরিশাল সিটি করপোরেশন জনগনকে সতর্ক হওয়ার আহবান

অসাধু ব্যক্তির প্রতারণায় বরিশাল সিটি করপোরেশন বরিশাল নগরীর  জনগনকে সতর্কতা হওয়ার আহবান জানিয়েছে ।

বুধবার ৩০ মার্চ রাতে বিসিসি জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে নিজেদেরকে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী হিসেবে ভুয়া পরিচয় দিয়ে সমাজের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে লাভবান হওয়ার নিমিত্তে প্রতারণার মাধ্যমে অর্থ লেন-দেনের পায়তারা করছে।

এব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে প্রতারকদের খপ্পরে পড়ে যথাযথ কর্তৃপক্ষ ছাড়া লেন-দেন করা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছে। যদি কেউ প্রতারণার শিকার হয়ে কারো সাথে কোন ধরনের লেন-দেন অথবা অনৈতিক কর্মকান্ডে জড়িত হন তার দায় দায়িত্ব বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বহন করবে না। উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনে সেবা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের নগদ লেনদেন করা হয় না।

সকল লেনদেন নির্ধারিত ব্যাংকের মাধ্যমে করা হয়।