অবসর সুবিধার নামে অতিরিক্ত বেতন কর্তন না করার দাবি

অবসর সুবিধার নামে অতিরিক্ত বেতন কর্তন না করার দাবি
অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে নতুন করে ৪ ভাগ বেতন কর্তনের আদেশ বাতিলের দাবি করেছে শিক্ষক সমাজ। বরিশালে অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে ওই দাবি করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার শিক্ষকরা। তারা দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের অশি^নী কুমার হল চত্বরে কয়েকশত শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরেন শিক্ষকরা। মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, কোন ধরণের আলোচনা ছাড়াই ২০১৭ সালে ১৫ জুন কল্যাণ ট্রাস্ট এবং ২০ জুন অবসর সুবিধা বোর্ডের জন্য বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন থেকে ১০ ভাগ বেতন কর্তনের অমানবিক দুটি প্রজ্ঞাপন জারি করে। সারা দেশের শিক্ষক সমাজের আন্দোলনের প্রেক্ষিত ওই প্রজ্ঞাপন স্থগিত করা হয়। তবে বর্তমানে শিক্ষকদের বেতন থেকে ৬ ভাগ বেতন কর্তন করা হচ্ছে। যা অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে কর্তন করা হয়। বর্তমানে অতিরিক্ত ৪ ভাগ বেতন কর্তনের আদেশ দেওয়া হয়েছে। গত ৯ জানুয়ারি অতিরিক্ত ৪ ভাগ বেতন কর্তন না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ১৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ ভাগসহ মোট ১০ ভাগ কর্তনের জন্য লিখিত আদেশ প্রদান করা হয়। শিক্ষক সমাজের দাবি শিক্ষকদের বেতন থেকে আগের ৬ ভাগ কর্তন করার পর আর যেন কোন বেতন কর্তন করা না হয়। অতিরিক্ত ৪ ভাগ বেতন থেকে কর্তন না করার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানায়। তারা বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে ৬ ভাগ বেতন কর্তনের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমাদের কাছ থেকে যেন অতিরিক্তর আর কোন বেতন কর্তন করা না হয়। বাংলাদেশ শিক্ষক সামতি বরিশাল জেলার সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সামতি বরিশাল আঞ্চলিক শাখার সাবেক সভাপতি দাসগুপ্ত আশীষ কুমার, সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুল আলম আসাদ, মহানগর কমিটির সভাপতি এইচএম জসিমউদ্দিন, সদর উপজেলার সভাপতি মো. শফিকুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আগৈলঝারা উপজেলার সহসভাপতি মিজানুর রহমান, বানারীপাড়ার সভাপতি সিদ্দিকুর রহমান, উজিরপুরের সভাপতি আতিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধীর চন্দ্র রায়, হিজলা উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীন, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। মানববন্ধনে বরিশাল জেলার ১০ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।