আমতলী চাওড়া ইউনিয়নে ৮০২ জন জেলে পেল বিশেষ ভিজিএফে’র চাল

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৮০২ জন জেলের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১টায় উপজেলার বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চাওড়া ইউনিয়নের ৮০২ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আশ্রারাফুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মোঃ আখতারুজ্জামান খান বাদল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহাবুবুল আলম, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সদস্যরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, চাওড়া ইউনিয়নের ৮’শ ২ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।