আমের ঝুড়িতে ফেন্সিডিল

চাপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীগামী আমবাহী একটি পিকাপ তল্লাশী করে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৮।
গত মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোলপ্লাজা এলাকা থেকে এই ফেন্সিডিল উদ্ধারের সময় ২জনকে আটক করে তারা। আটককৃতরা হলো পাবনা সদর থানার রাধানগর এলাকার মো. আফজাল হোসেন (৪৯) এবং চরপাড়া কাশীনাথপুর এলাকার মো. রঞ্জু হোসেন (৩৩)।
বুধবার (০৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে ইচলাদী টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে র্যাব। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীগামী একটি আপবাহী পিকাপ থামার সংকেত দেয়া হলে চালকসহ ২জন গাড়িটি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে গাড়ি তল্লাশী করে আমের ঝুড়ির আদলে লুকিয়ে রাখা ৪৪৫ বোতল ফেন্সিডিল এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় পিকাপটিও জব্দ করা হয়।
আটককৃতদের গতকাল উজিরপুর থানায় সোপর্দ করে র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।