মুজ্জাকির হত্যা মামলা পিবিআইতে হস্তান্তরের নির্দেশ

মুজ্জাকির হত্যা মামলা পিবিআইতে হস্তান্তরের নির্দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যা মামলাটি পিবিআইতে হস্তান্তরের জন্য পুলিশ হেডকোয়াটার্স নির্দেশনা দিয়েছে। 

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকিরের বাবা নুরুল হুদা ওরফে নেয়াব আলী মাস্টারের দায়ের করা মামলাটি পিবিআইতে হস্তান্তরের জন্য পুলিশ হেডকোয়াটার্স নির্দেশনা আজ বিকেলে হাতে পেয়েছে। আগামীকাল বুধবার সকাল নাগাদ মামলাটি হস্তান্তর করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকিরের বাবা চর ফকিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেয়াব আলী মাস্টার বাদী হয়ে মঙ্গলবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন।