আম্পানে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ: নিহত ১২

আম্পানে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ: নিহত ১২

ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পান ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। আনন্দবাজার অনলাইন জানায়, এ পর্যন্ত ভারতের এ রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। কয়েক হাজার ঘর-বাড়ি ও গাছ ভেঙে পড়েছে। 

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গের উপকূলে।  ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫৫-১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতায় সেই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার। এর জেরে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের অবস্থাও ভয়াবহ। হাজার হাজার কাঁচাবাড়ি এবং গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে। রাত পর্যন্ত কলকাতাসহ বিভিন্ন জেলা মিলিয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন মারা যান কলকাতায়।

ভারতের অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঝড়ের পুরোটাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০-১২ জন মৃত্যুর খবর মিলেছে।