আ. লীগ নেতা খালেক আজাদ মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

আ. লীগ নেতা খালেক আজাদ মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

উজিরপুর উজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাতলা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুদল খালেক আজাদ আর নেই। তিনি গত ১০ মে রোববার সকাল ১০টা ২৫ মিনিটের সময় উজিরপুর উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি... রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খালেক আজাদ দীর্ঘদিন মস্তিষ্ক টিউমার আক্রান্ত হিসেবে চিকিৎসা নিচ্ছিলেন।

আওয়ামী লীগ নেতা ও সাতলা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আবদুল খালেক আজাদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির  আহবায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

সোমবার সকাল সাড়ে নয়টায় শারীরিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে উজিরপুওে পারিবারিক কবরস্থানে আবদুল খালেক আজাদকে দাফন করা হয়। 

তাঁর নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ছাড়াও উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিচ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মাওলাদ হোসেন সানাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।