বরিশালে ডাক্তারদের সুরক্ষা সামগ্রি দিয়েছে ডিডাব্লিউএফ

বরিশালে ডাক্তারদের সুরক্ষা সামগ্রি দিয়েছে ডিডাব্লিউএফ

বরিশালে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের জন্য সুরক্ষা সমগ্রি দেওয়া হয়েছে। করোনার দুর্যোগের মধ্যে হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসায় সহযোগিতা দিতে ৫০টি বিশেষ চশমা এবং সুরক্ষা শেল্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের হাতে ওই সুরক্ষা সামগ্রি তুলে দেন।

সুরক্ষা সামগ্রি পেয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির  হোসেন বলেন, ডিডাব্লিউএফ গ্রুপ এর আগে পিপিই দিয়েছে। তখন আমরা তাদের কাছে চিকিৎসকদের জন্য বিশেষ চশমা এবং শেল্ড দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তারা আমাদের সেই অনুরোধ রেখেছেন। কারণ করোনা চিকিৎসার জন্য চোখ এবং মুখ নিরাপদ রাখতে এই সুরক্ষা সমাগ্রি অত্যন্ত কার্যকরী। আমরা ডিডাব্লিউএফ এর কাছে কৃতজ্ঞ। তারা যেন এইভাবেই সহযোগী হয়ে করোনা মোকাবেলায় কাজ করেন।

হাসপাতালের ডা. সুদীপ হালদার বলেন, প্রতিদিন হাসপাতালের করোনা ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসক এবং শিক্ষানবীশ চিকিৎসকদের জন্য বিশেষ চশমা এবং শেল্ড খুবই দরকারী। গতকাল ডিডাব্লিউএফ ৫০টি করে এই সুরক্ষা সামগ্রি দিয়েছেন। এর আগেও কয়েকটি প্রতিষ্ঠান এই উপকরণ দিয়েছে। এখন প্রতিদিনই আমাদের এই সুরক্ষা সমগ্রি দরকার। আমরা ডিডাব্লিউএফ এর কাছে কৃতজ্ঞ।

ডিডাব্লিউএফ নাসির্ং কলেজের চেয়ারম্যান এবং বেসরকারি নার্সং কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, আমরা এর আগে অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতালের নার্স ও ডাক্তারদের মাঝে পিপিই সরবরাহ করেছি। এর বাইরে বরিশাল ও পটুয়াখালী জেলায় পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মীদের মাঝেও পিপিই দেওয়ার চেষ্টা করেছি। গতকাল আমরা ডিডাব্লিউএফ এর পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের জন্য বিশেষ চশমা এবং শেল্ড সরবরাহ করেছি। আমরা ধারাবাহিকভাবে ডাক্তার, নার্স, পুলিশ, গণমাধ্যমসহ যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের পাশে থাকতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জহির-মেহেরুন নাসির্ং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের একাডেমিক পরিচালক সুদীপ কুমার নাথ, দৈনিক ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ময কুমার নাথ সহ অন্যারা। এর আগে হাসপাতলের নার্সদের জন্য ৫০টি পিপিই সরবরাহ করা হয়।