ইউক্রেনের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত

ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূত বাছাই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউজ জানিয়েছে, অভিজ্ঞ কূটনীতিক ব্রিজেট ব্রিংককে এই পদে নিয়োগ দেওয়া হবে। গত তিন বছর ধরে পদটি শুন্য ছিল। তবে রুশ আগ্রাসনের মুখে থাকা দেশটিকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।
ব্রিজেট ব্রিংক বর্তমানে স্লোভাকিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ২৫ বছর ধরে কূটনীতিকের কাজ করে আসা ব্রিংক উজবেকিস্তান ও জর্জিয়াতেও রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া পররাষ্ট্র দফতর এবং হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বেশ কয়েকটি ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি।
মিশিগানের বাসিন্দা ব্রিংক একজন রুশ ভাষী। পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক দশকের অভিজ্ঞতা তাকে (ব্রিংককে) ইউক্রেনের ইতিহাসে এই মুহূর্তের জন্য অনন্যভাবে উপযুক্ত করে তুলেছে’।
প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই নিয়োগে এবার সিনেটের অনুমোদন প্রয়োজন পড়বে। ২০১৯ সালের মে মাসে ইউক্রেনে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত মারিয়ে ইয়োভানোভিচকে ফিরিয়ে আনেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই পদটি শুন্য ছিল।
ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সিনেট সহযোগীরা জানিয়েছেন ব্রিংকের নতুন নিয়োগ অনুমোদনে কোনও সমস্যা হবে না বলে ধারণা করছেন তারা।
সূত্র: রয়টার্স