ইসরায়েলে এবার ফ্লোরোনার হানা

কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই ইসরায়েলে এবার সন্ধান মিলেছে একজন ‘ফ্লোরোনা’ আক্রান্তের। ফ্লোরোনা মানে হলো করোনা ও ইনফ্লুয়েঞ্জার জোড়া হামলা।
ইতোমধ্যেই করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজের ছাড়পত্র দিয়েছে ইসরায়েল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম তাদের এই ডোজ দেওয়া হবে।
এ ছাড়াও বয়স্ক মানুষদের জন্য আলাদা করে টিকা দেওয়ার কথা শনিবার ঘোষণা করেছে ইসরায়েল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় ওমিক্রনের সংক্রমণ যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য ও জীবন সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সরকারি হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও পাঁচ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে।
চিকিৎসকরা বলছেন, ফ্লোরোনা করোনাভাইরাসের কোনও ভ্যারিয়েন্ট বা প্রজাতি নয়। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে করোনার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, করোনা আক্রান্ত ব্যক্তিও আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জায়। সেটিকেই পরিভাষায় বলা হচ্ছে ফ্লোরোনা।
কায়রো বিশ্ববিদ্যালয়ের গবেষক নাহলা আবদেল ওয়াহাব বলেন, এক সঙ্গে দুইটি রোগে আক্রান্ত হওয়ার ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত গতিতে কমে যাচ্ছে, যা চিন্তার কারণ।
সূত্র: নিউজ ১৮।