ঈদযাত্রা নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল নদী বন্দর পরিদর্শনে বিএমপি কমিশনার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হচ্ছে লঞ্চের স্পেশাল সার্ভিস। নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বরিশাল নগরীর লঞ্চ টার্মিনালসহ পুরো লঞ্চ ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বরিশাল নদী বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ কন্ট্রোল রুম পরদির্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-কমিশনার মােঃ আলী আশরাফ ভুঞা,,বিআইডব্লিউটিএ'র প্রতিনিধি, বিএমপি দক্ষিণ বিভাগের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ সহ লঞ্চটার্মিনাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।