বরিশাল নগরীতে ইয়াবাসহ পাসপোর্ট সোহাগ ও তার দুই সহযোগী আটক

বরিশাল নগরীতে ১১৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার ২৬ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিএন্ডবি রোড কাজিপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ২৬ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন সুমন হাওলাদার, ১৩ নং ওয়ার্ডের মৃত আক্কাস আলীর ছেলে রিয়াল সিকদার ও ১৫ নং ওয়ার্ডের আনিচুর রহমানের ছেলে, একসময়ের ক্যাডার সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ।এসময় তাদের কাছ থেকে ১১৮০ (এক হাজার একশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।