উজিরপুরে নদীতে গোসল ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী নিখোঁজ

বরিশালের উজিরপুরে গ্রামের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সলিল সমাধী হয়েছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এস এস সি পরীক্ষায় সদ্য জিপিএ ৫ প্রাপ্ত নিশাত তাছলিমা তানহা নামের এক কিশোরির৷
আজ ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর রাস্তার মাথা সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা গালারহাট - ধামুড়া নদীতে গোসল করতে গিয়ে স্রোতের তোরে ডুবে যায় ওই শিক্ষার্থী। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করেও সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিখোঁজ তানহাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় ভবানীপুর এলাকা সহ গোটা ওটরা ইউনিয়নবাসিদের মধ্যে শোকের ছায় নেমে এসেছে।
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে গোসল করতে গিয়ে এক ছাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উজিরপুর ফায়ার সার্ভিস ও বরিশাল জেলা ফায়ার সার্ভিস এর ডুবুরী দলের টিম উদ্ধার অভিযান কাজে অব্যাহত রয়েছে।
স্হানীয় ও পরিবার সুত্রে জানাযায়, ভবানীপুর গ্রামের মো: নাসিম মোল্লার কন্যা নিসাত তাসমিন তানহা (১৬) ও ছোট ভাই তাজহান হাসান নিবির মোল্লা (১২) কে নিয়ে বাড়ির সামনে নদীতে গোসল করতে যায় ।পানিতে নেমে গোসল করার সময় পানির স্রোতে ভাই বোনকে ভাসিয়ে নিয়ে যাবার সময় মা রাবেয়া তালুকদার তানিয়া বেগম লাফিয়ে পরে বাঁচাতে চেষ্টা করেন কিন্তু পানির স্রোতে কন্যাকে রাখতে পারেনি। তবে ছেলেকে বাঁচাতে সক্ষম হন।