বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্ততি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি।বরিশাল মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, মহানগর সদস্য সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও মহানগরের ৩০টি ওয়ার্ড আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের সাথে পৃথকভাবে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার মাগরিব পূর্বে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে ওই প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, বর্তমান ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিএনপির সাবেক এমপি ও সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ সারাদেশে বিএনপি নেতাকর্মী গুম,খুন ও আন্তর্জাতিক গুম,খুন হত্যা দিবস উপলক্ষে দেশব্যাপি মুখে কালো কাপড় বেধে: মৌন র্যালি কর্মসূচি পালন করা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক ও সুপ্রিমকোর্ট বার সদস্য এ্যাড.আলী হায়দার বাবুল,মহানগর শ্রমিকদল সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম,মহানগর জাসাস আহবায়ক মীর আদনান তুহিন,মহানগর স্চ্ছোসেবকদল সদস্য সচিব খান মোঃ আনোয়ার,মহানগর ছাত্রদল হুমাউন কবীর প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, সহ বিভিন্ন মহানগর সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাতে মহানগর বিএনপির আয়োজনে একই কর্মসূচি সফলভাবে পালন করার লক্ষে নগরীর ৩০টি ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া ৩০ই আগস্ট আন্তর্জাতিক গুম,খুন হত্য দিবস উপলক্ষে মহানগর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল র্যালি কর্মসূচি পালন করার জন্য মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সহ সকল ওয়ার্ড নেতৃবৃন্দকে অংশ গ্রহন করার আহবান জানানো হয়।