উজিরপুরে শত্রুতার জেরে দিনমজুরসহ কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগ

উজিরপুরে শত্রুতার জেরে দিনমজুরসহ কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে চাকু দিয়ে দিনমজুরসহ কিশোরকে কুপিয়ে হত্যার চেস্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দিনমজুর ও কিশোর আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে ১৯ মে শুক্রবার বিকেল পৌনে ৪টায় ওই এলাকার  মোল্লাবাড়ি সংলগ্ন গিয়াস খান এর দোকানের সামনে পূর্ব  শত্রুতার জেরে  আবু বকর মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা (২৫), মোঃ জালিস মোল্লা (১৮)সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে একই বাড়ির দিনমজুর  ইউনুস মোল্লা (৬০) ও কিশোর সিফাত মোল্লা (১৪) এর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। এসময় রাসেল মোল্লা হত্যার উদ্দেশ্য চাকু দিয়ে কুপিয়ে দিনমজুর ইউনুস মোল্লাকে রক্তাক্ত জখম করেছে। হামলায় আহত হয় ইউনুস মোল্লা ও সিফাত মোল্লা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। 

কর্তব্যরত ডাঃ আহত ইউনুসের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।