উজিরপুরে শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

উজিরপুরে শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিষ্টার ডা. সিএইচ রবিনের ঢাকার বাসায় শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বীব্র নিন্দা এবং নির্যাতনকারী চিকিৎসকের স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিব্রিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বিব্রিতিতে উল্লেখ করা হয়েছে, বরিশালের আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামে বাসিন্দা ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিষ্টার ডা. সিএইচ রবিনের ঢাকার বাসার গৃহকর্মী হিসেবে কাজ করত শিশু নিপা বাড়ৈ। ওই শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছেকা দিয়ে মারত্মক জখম করেছে ডা. সিএইচ রবিনের স্ত্রী। উক্ত নারকীয় ঘটানায় জড়িতদের সুষ্ঠ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানাচ্ছে।

বিব্রিতিতে প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সভাপতি রাবেয়া খাতুন, সহ-সভাপতি নূরজাহান বেগম, জাহান আরা বেগম, প্রফেসর শাহ-সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, সাংগঠনিক সম্পাদক খাদিজা নাসরিন শেফালী, অর্থ সম্পাদক সেলিনা ইয়াছমিন এ্যানি, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার সম্পাদক পাপিয়া জেসমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।