উজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

উজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিলানুর হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে উজিরপুর থানা পুলিশ। 

উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, ২০১৪ সালে জেলা ডিবি পুলিশ উজিরপুরে জিলানুরের বামরাইলের বাসায় মাদক বিরোধী অভিযানে গেলে কর্তব্যরত এক পুলিশ সদস্যের পেটে ছুরি চালায় সে। এ ঘটনায় জিলানুরকে আসামী করে  মামলা করে ডিবি পুলিশ। ওই মামলায় আদালত জিলানুরকে ৫ বছরের কারাদন্ড দেন। রায় ঘোষনার পর থেকে পলাতক থাকা জিলানুরকে অবশেষে গ্রেপ্তার করে থানা পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে ওসি জানান।