উদীচীতে বোমা হামলা ট্রাজেডির ১৫টি বছর

নেত্রকোনায় পালিত হয়েছে উদীচীতে বোমা হামলায় ট্রাজেডির ১৫টি বছর। দিবসটি উদযাপনে ১০ টা ৪০ মিনিটে নিহতদের স্মরণে ৫ মিনিট 'স্তব্ধ নেত্রকোনা' পালিত হয়েছে। এসময় সড়কে সকল চলাচল বন্ধ করে দেয়া হয়।
শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে এই কর্মসূচীতে উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এর আগে সকালে সাড়ে নয়টায় নিহতের স্মৃতিস্তম্ভে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখান থেকে শোকর্যালি করে শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাসহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
২০০৫ সনের এই দিনে জেএমবি’র আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, ভিক্ষুক, পথচারী ও আত্মঘাতী কিশোরসহ মোট আট জন নিহত হন। আহত হয়েছিলেন ৯২ জনের মতো। অনেকের বুকে এখনো রয়ে গেছে বোমার স্পিন্টার।
এর পর থেকেই প্রতি বছর নেত্রকোনাবাসী দিবসটিকে ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। দিনব্যাপী দিবসটিতে প্রতিবাদী মিছিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও এবার করোনা কালে সবকিছু সীমিত করা হয়েছে।