মুজিববর্ষে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেন, মুজিববর্ষের অঙ্গিকার শুধু স্লোগানে নয়, পেশাদারিত্বের সাথে জনগণের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রমাণ দিতে হবে। জনগনের প্রতি সেবার মান আরও বাড়াতে হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় এসব কথা বলেন।
শনিবার (১৪ মার্চ) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে মসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার বিএমপি মো: জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি মো: খাইরুল আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিএমপি সালেহ্ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মো: রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মো: আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) বিএমপি রুনা লায়লা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মো: আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মো: জাকারিয়া রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মো: আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা বিএমপি মো: রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি মো: আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ফোর্স) বিএমপি মো: মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট) মো: রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড প্রসিকিউশন মো: মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশ এন্ড সাপ্লাই মো: নাসিরুদ্দিন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।