উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল ইংল্যান্ড

উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল ইংল্যান্ড
বিশ্বকাপে অনেক রেকর্ড ভাঙবে-গড়বে এমন ধারণা ছিল ক্রিকেট বোদ্ধাদের। একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো ৫০০ রান এবারের বিশ্বকাপে হবে কি না অথবা ব্যক্তিগত মাইলফলকগুলো এদিক সেদিক হবে কি না তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল বিশ্বকাপ শুরুর আগে থেকেই। কিন্তু পেস বোলারদের উপযোগী ইংলিশ কন্ডিশনে স্পিন বোলার দিয়ে শুরু করে প্রোটিয়া। আর সেটার সফল্যতাও পায় তারা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে বড় স্কোরের আভাস দিয়ে শেষ পর্যন্ত ৩১১ রানে থেমে যায় ইংলিশরা। আর এটাই পাহাড় সম রান হয়ে দাঁড়ায় প্রোটিয়াদের জন্য। ৩১২ রানের লক্ষে ব্যাট করতে নেমে আর্চার ঘূর্ণিতে কুপোকাত হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে প্রোটিয়ারা। আর ১০৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি রান করেছেন কুইন্টন ডি কক। ৭৪ বলে ৬৮ করেন তিনি। অন্যদিকে, ইংল্যান্ডের আর্চার নিয়েছেন তিন উইকেট। অন্যদিকে, অর্ধশতকের দেখা পেয়েছেন ইংল্যান্ডের জেসন রয়, জো রুট, এউইন মরগান ও বেন স্টোকস। স্টোকস সর্বাধিক ৮৯ রান করেন। অধিনায়ক মরগান করেছেন ৫৭, জেসন রয় ৫৪, ৫১ করেছেন জো রুট। দক্ষিণ আফ্রিকার বোলাররা তুলে নেন ৮টি উইকেট। লুঙ্গি এনগিডি পকেটে পুরেন ৩টি উইকেট। এছাড়াও ইমরান তাহির ও কাগিসো রাবাদা ২টি করে ও আন্দিলে ফেহলুকাওয়ো পান ১টি উইকেট।