উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কার্যকরী কমিটির ১১টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়াও গণতান্ত্রিক আইনজীবী সমিতি পৃথকভাবে পতিদ্বন্দ্বীতা করছেন।

গতকাল বৃহষ্পতিবার সকাল আটটা থেকে একটা পর্যন্ত এবং দুপুরের বিরতীর পর পুনরায় বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে।

সভাপতি পদে আওয়ামী লীগের আফজালুল করিম, বিএনপি’র মজিবর রহমান নাটু, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের হিরণ কুমার দাস মিঠু এবং স্বতন্ত্র ডিকে চ্যাটার্জী প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

১০ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।