বরিশালে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বরিশালে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

 

বরিশালে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীরর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে চরমোনাই ট্রলারঘাট সংলগ্ন এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩২) ও ঝালকাঠি সদরের পুরাতন কলাবাগান এলাকার ইলিয়াস মৃধার ছেলে মিলন মৃধা (৩২)-কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন।

তিনি জানান, আটককৃত ও পলাতকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার রিপন হাওলাদারের বড়ভাই মোহাম্মদ সেন্টু হাওলাদার (৩৫)পালিয়ে যায়। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে ৩ হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ  গ্রেপ্তার করা হয়েছে ওই দুই জনকে।