এই ঈদে বাড়ি ফেরা যাবে

এই ঈদে বাড়ি ফেরা যাবে

ঈদুল আজহায় বাড়ি ফেরা ও পশুর হাটে কেনাবেচার বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার সিন্ধান্ত নিয়েছে সরকার। ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত এই শিথিলতার প্রজ্ঞাপন শিগগিরই জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময়ে শর্তসাপেক্ষে গণপরিহন, ট্রেন ও লঞ্চ চলবে বলে জানা গেছে। তবে ঈদের পর ফের ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ঈদ উপলক্ষে  ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিংমল। তবেসরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।