একদিনে ৬৬৫ জনের করোনা শনাক্ত

একদিনে ৬৬৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।

গতকাল মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩০ জন ঢাকা বিভাগের১৯ জন ময়মনসিংহ বিভাগের৩৮ জন চট্টগ্রাম বিভাগের২৪ জন রাজশাহী বিভাগের২ জন রংপুর বিভাগের২০ জন খুলনা বিভাগের১৪ জন বরিশাল বিভাগের ও ১৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৩৬০ জন রয়েছে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।