সাংবাদিক শামস’র মুক্তির দাবীতে-পটুয়াখালীতে সাংবাদিকদের প্রতিবাদ

পটুয়াখালীতে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক বিশিস্ট সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি ও প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী প্রেসক্লাব ও প্রথম আলো'র বন্ধুসভা সংগঠনের যৌথ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সহ-সভাপতি এ্যাড. সোহরাব হোসেন।
একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা,জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, বিশিস্ট কবি সুভাষ চন্দ, প্রথম আলো'র পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাস প্রমুখ। সভায় বক্তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল মামলা করে হয়রানির তীব্র নিন্দা করে ডিজিটলি নিরাপত্তা আইন বাতিল এবং অবিলম্বে সাংবাদিক শমিসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবী করেন সরকারের কাছে।