এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নেওয়ার চেষ্টা সফল হবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে অন্তর্বর্তী সরকার সমর্থন নেওয়ার চেষ্টা করছে। তবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
শনিবার আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, জনগণ সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায়, যা বর্তমান সরকার হতে দেয়নি। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল এবং থাকবে।
"লড়াই-সংগ্রাম করে টিকে আছে বিএনপি," উল্লেখ করে রিজভী বলেন, "জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল এবং থাকবে।"
অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থনীতি নিম্নমুখী এবং জনকল্যাণে মনোযোগহীনতার অভিযোগ তোলেন রিজভী।
রিজভী বলেন, সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে এবং প্রয়োজনে আইন করে পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। সুশীল সমাজের নামে যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না।