আওয়ামী লীগ সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়ে বিচারব্যবস্থাকে অবিচারে পরিণত করেছে।
শনিবার দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহিদ বড় ময়দানে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২০ বছর পর দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো।
সুবিচার এবং অপকর্মের তালিকা:
শফিকুর রহমান বলেন, "যদি কেউ প্রকৃত অপরাধী হয়, সুবিচারের মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে। গত ৫৪ বছরে যারা খুন, ধর্ষণ, লুটপাট করেছে, তাদের কালো তালিকা তৈরি করতে হবে। তবে এই কাজ কোনো রাজনৈতিক সরকার করতে পারবে না। এটি জনগণকেই করতে হবে।"
আওয়ামী লীগের সমালোচনা:
জামায়াত আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে প্রতারণা করেছে। "তারা রডের পরিবর্তে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছে। উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।"
জামায়াতের ওপর দোষারোপের অভিযোগ:
তিনি বলেন, বিগত সরকার নিজের অপকর্ম ঢাকতে জামায়াতকে দোষারোপ করেছে। "এরা এমনকি ঘুমের মধ্যেও জামায়াতকে স্বপ্নে দেখে।"
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন:
মাওলানা আব্দুল হালিম (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল)
মাওলানা মমতাজউদ্দীন
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
মো. দেলোয়ার হোসেন (সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির)
মাওলানা আব্দুল হাকিম
মাওলানা আব্দুস সাত্তার (নীলফামারী জেলা আমির)
অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান (ঠাকুরগাঁও জেলা আমির)
অধ্যাপক ইকবাল হোসাইন (পঞ্চগড় জেলা আমির)
২০০৫ সালের ৮ এপ্রিল দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।