এমআরডিআইর মতবিনিময় ,তথ্য অধিকার আইনের চাহিদা সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে

এমআরডিআইর মতবিনিময় ,তথ্য অধিকার আইনের চাহিদা সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে

তথ্য পাওয়া এবং উন্নয়ন অগ্রগতির পথে তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী মাইলফলক। কিন্তু তথ্য অধিকার আইনের চাহিদা সৃষ্টিতে এখনো কাঙ্খিত পর্যায় নেওয়া সম্ভব হয়নি। তথ্য যাতে মানুষ চায় সেই লক্ষ্যে চাহিদা সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে চাহিদা সৃষ্টি করতে পারলে সামগ্রিকভাবে দুর্নীতির সূচকও কমে আসবে।

এমআরডিআইর উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার আইন বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন অংশগ্রহণকারীরা।

রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বরিশাল ও রংপুর বিভাগের গণমাধ্যমকর্মী, উন্নয়ন সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য অধিকার ফোরামের সদস্য ও আই সোশ্যাল-এর প্রধান নির্বাহী ড: অনন্য রায়হান।

এরপর তথ্য অধিকার আইন তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে এনজিও সঙ্গে কার করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

মতবিনিময় বিশেষজ্ঞা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান, তথ্য কমিশন বাংলাদেশের বর্তমান তথ্য কমিশনার সুরাইয়া বেগম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সার্বক্ষনিক সদস্য মো: নজরুল ইসলাম।

মতবিনিময় সভায় বরিশাল এবং রংপুর বিভাগের গণমাধ্য, এনজিও ও সুশীল সমাজের ২০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।