ওয়ানডে থেকে অবসরের ঘোষণা বেন স্টোকসের

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা বেন স্টোকসের

ওয়ানডে থেকে অবসরের যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেটাই এ সংস্করণে তাঁর শেষ ম্যাচ হবে। এমনটাই জানিয়েছেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডারের।

এক টুইটে স্টোকস জানিয়েছেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলব ডারহামে, মঙ্গলবার। আমি এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য অবশ্যই কঠিন সিদ্ধান্ত ছিল। আমি সতীর্থদের সাথে ইংল্যান্ডের হয়ে খেলা প্রত্যেকটা মুহূর্তকেই ভালোবাসি। এই পথে আমাদের যাত্রাটাও ছিল অবিশ্বাস্য।’

লম্বা বার্তায় স্টোকস আরও বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন ছিল। তবে আমি এই ফরম্যাটে আমার সতীর্থদের আর শতভাগ দিতে পারব না। তবে ইংল্যান্ডের জার্সি সবার কাছ থেকেই শতভাগ প্রত্যাশা করে। তাই এই ফরম্যাট আমার জন্য সুবিধাজনক নয়।’

শিডিউলসহ নানা কারণে দলের জন্য শারীরিক ও মানসিকভাবে শতভাগ দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করে, ডেডিকেটেড কারও জন্য নিজের জায়গাটা ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন স্টোকস। 

২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন বেন স্টোকস।  ইংল্যান্ডের হয়ে ১০৪ চার ওয়ানডে খেলে স্টোকসের ঝুলিতে ২৯১৯ রান ও ৭৪ উইকেট।